Apan Desh | আপন দেশ

‘সরকার-শিক্ষার্থীর গেম খেলে ফাঁয়দা লুটতে চায় একটি মহল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ২ আগস্ট ২০২৪

‘সরকার-শিক্ষার্থীর গেম খেলে ফাঁয়দা লুটতে চায় একটি মহল’

ফাইল ছবি

সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটতে চাচ্ছে একটি মহল। বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক ও সেতু মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হোক, তা কেউ চায় না।

শুক্রবার (২ আগষ্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। 

শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন তিনি। আর প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বদ্ধপরিকর জানান আওয়ামী লীগ সম্পাদক। বলেন, এরই মধ্যেই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে।

এ সময় জাতিসংঘসহ যেসব দেশ সাম্প্রতিক সহিংসতার তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, তাদেরও স্বাগত জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

আর আটক করা এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি, তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে।

প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্তে আওতা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।

আপন দেশ/পিএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা