Apan Desh | আপন দেশ

কুয়াশার চাদরে ‘ঢাকা’ রাজধানী, জনজীবনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:১০, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৩১, ২ জানুয়ারি ২০২৬

কুয়াশার চাদরে ‘ঢাকা’ রাজধানী, জনজীবনে ভোগান্তি

ছবি : আপন দেশ

পৌষের হাঁড় কাাঁপানো শীতে কাঁপছে গোটা দেশ। শীতের প্রভাব পড়েছে রাজধানী শহর ঢাকাতেও। ঘন কুয়াশার চাদরে আবৃত রয়েছে এ মেগাসিটির আকাশ ও জমিন। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীত ও কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন  ছিন্নমূল মানুষেরা।

রাজধানীর ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও উড়ালসড়কের নিচে বসবাস করা ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবারের অভাবে চরম অনিশ্চিত ও কষ্টকর জীবনযাপন করছেন। এ ছাড়া সকালে নানা কাজে যাদের বাসা থেকে বের হতে হয়েছে, তাদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। 

শুক্রবার (০২ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে রাস্তায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।

তবে ছুটির দিন হওয়ায় অন্যদিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম ছিল। তারপরও যাদের বের হতে হয়েছে, তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে একাধিক গরম পোশাক গায়েও শীত সামলানো কঠিন হয়ে পড়েছে।
 
প্রয়োজনের তাগিদে বেড় হওয়া জাহাঙ্গীর বলেন, ভোরে দরকারি কাজে বের হয়েছি। এত ঠান্ডা যে কাঁপুনি থামছে না। কুয়াশার জন্য সামনে ঠিকমতো দেখা যায় না, রাস্তায় চলতে খুব কষ্ট হচ্ছে।

আরও পড়ুন<<>>আরও কমতে পারে তাপমাত্রা 

একই অভিজ্ঞতার কথা জানান মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম। তিনি বলেন, মোটরসাইকেলে শীতটা আরও বেশি লাগে। গ্লাভস, জ্যাকেট সব পরেও ঠান্ডা ঠেকানো যাচ্ছে না। কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যায় না, দুর্ঘটনার ভয় থাকে সব সময়।
 
রিকশাচালক আনোয়ার হোসেন জানান, সকালে যাত্রী কম। ঠান্ডায় হাত-পা জমে যায়। তবুও সংসারের জন্য বের হইতে হয়। শীতের কারণে শরীর একদম ভালো থাকে না।
 
এদিকে আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, গত কয়েকদিন ধরে রাজধানীতে তীব্র শীত অনুভূত হলেও কোনো শৈত্যপ্রবাহ ছিল না। আগামী সপ্তাহের মাঝ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে ১৭টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।
 
শৈত্যপ্রবাহ প্রবণ জেলাগুলো হলো-  মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে মুদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।
 
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠছে।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়