Apan Desh | আপন দেশ

ফের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

ছবি : আপন দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা।

এসময় ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘জান দিয়েছে হাদী ভাই, জুলাই কিন্তু বেছে নাই’; ‘বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’; ‘যেই হাদী জনতার, সেই হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদী’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অবরোধকারীদের।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে ৪ দফা দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা।

চার দাবি

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে ।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাঁপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়