Apan Desh | আপন দেশ

ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা সিইসির

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:০৯, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৫

ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা সিইসির

বক্তব্য রাখছেন এএমএম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘দেশ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিসি-এসপিদের উদ্দেশে সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন।’

আরও পড়ুন : ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান,  কোনো অপরাধীকে ছাড় দেবেন না। যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুঁচিয়ে দিতে চায় এই নির্বাচনের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়