Apan Desh | আপন দেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি

প্রকাশিত: ১৩:৫৮, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৯, ২১ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি

ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকির ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে অবস্থিত ‘বাংলাদেশ ভবন’-এর সামনে এ উগ্র আচরণ ও হুমকির ঘটনা ঘটে। বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটে এসে কিছু সময় উচ্চস্বরে চিৎকার করে। তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে নানা কথা বলতে থাকে। যার মধ্যে হিন্দুদের নিরাপত্তা এবং হাইকমিশনারকে ধরার মতো বক্তব্যও শোনা যায়। কিছুক্ষণ প্রধান ফটকের সামনে অবস্থান করে চিৎকার করার পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন<<>>চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, এমনটা হতে পারে। 

তিনি জানান, চিৎকারকারীরা হিন্দি ও বাংলার মিশ্রণে এমন বক্তব্য দিচ্ছিল, যেখানে হিন্দুদের ক্ষতির প্রসঙ্গ টেনে প্রতিশোধমূলক হুমকির কথাও বলা হয়।

ঘটনাটি ঘিরে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়