নির্বাচন ভবন। ছবি : আপন দেশ
গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত তিন লাখ ৭০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
ইসির তথ্য অনুযায়ী, ৩ লাখ ৭১ হাজার ১৫০ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৪৬ হাজার ১১৬ জন পুরুষ ও ২৫ হাজার ৩৪ জন নারী।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ দুই হাজার ৩৯ জন, এরপর রয়েছে কাতার। এই দেশ থেকে ৩৩ হাজার ৯৭৩ জন, মালয়েশিয়া ২৪ হাজার ২৪১, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২ হাজার ২৪৫ জন ও যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২১ হাজার ৬০৮ প্রবাসী ভোটার।
আরও পড়ুন : ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































