Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগ চরমে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৬, ১৪ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগ চরমে

শীতের সকাল। ছবি : আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। সেই সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।

শনিবার (১৩ ডিসেম্বর) একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’ 

আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের এই কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়