ছবি: আপন দেশ
এক দফা দাবিতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চান।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে অবরোধ শুরু হয়। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার ছিল তাদের প্রধান দাবি। এছাড়া একচেটিয়া সিন্ডিকেট প্রথা বাতিল ও মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগও তারা চান।
বিক্ষোভকারীরা সড়কে টায়ার ও কাঠখণ্ডে আগুন ধরিয়ে স্লোগান দেন। সেখানে তারা একটি গাড়ি ভাঙচুর করছেন বলেও জানা গেছে।
আরও পড়ুন>>>আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
সড়ক অবরোধের কারণে ওই মোড় দিয়ে চলাচলকারী চারপাশের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এ নিয়মের কারণে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।
বিটিআরসি ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বৈধ পথে মুঠোফোন আমদানির শুল্কহার কমানো ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার।
এনইআইআরের মাধ্যমে প্রতিটি মুঠোফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর থেকে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































