Apan Desh | আপন দেশ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১৪ নভেম্বর ২০২৫

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

ছবি: আপন দেশ

দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান এটি। তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুক্রবার (১৪ নভেম্বর) ছিল দ্বিতীয় দিন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, আমরা বিভিন্ন জয়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে। তারা দেশ-জাতি গঠনে কাজ করে যাবে। 

আরও পড়ুন<<>>জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে রাজি বিএনপি

সেনাপ্রধান বলেন, আমরা অনেকেই স্বশিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না। আমরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট, পিএইচডি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কারও কারও নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র, ভালো রেজাল্ট হলেই হবে না। আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক, জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এ সময় অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার ১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু রাজধানীসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে রাজি বিএনপি গণভোট–নির্বাচন একসঙ্গে মানে প্রতারণা: জামায়াতসহ ৮ দল রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩ ট্রাম্পের কাছে ক্ষমা চািইল বিবিসি আর্জেন্টিনাকে রাতে আতিথ্য দেবে অ্যাঙ্গোলা