Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৫৬, ১৮ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম

মাহফুজ আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থী হতে পারেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাই মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এ আসনের প্রার্থী হতে পারেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এক সভায় তিনি একথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই উঠান বৈঠক ও সমন্বয় সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেয়ার আহবান জানান। তিনি বলেন, গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এর ফলে রামগঞ্জ উপজেলার অবকাঠামো ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতাও হরণ করা হয়েছিল।

আরও পড়ুন>>>‘আর রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে’

মাহবুব আলম বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন মানুষ তাদের দুঃখ-দুর্দশার কথা তাদের সঙ্গে শেয়ার করছে। রামগঞ্জ তথা ৪নং ইছাপুর ইউনিয়নের জন্য এটি গর্বের বিষয় যে, তারা একজন উপদেষ্টা পেয়েছেন। তার মাধ্যমে রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।

মাহবুব আলম বলেন, আগামী নির্বাচনে তারা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫ আগস্টের পর এ দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আর চলতে দেয়া হবে না। যেখানে ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়