
ফাইল ছবি
সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দফতরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে রোববার (১৪ সেপ্টেম্বর) তাদের পদায়নের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়।
৬২ পুলিশ কর্মকর্তার পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।
পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার গত ৮ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ৬২ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। বর্ণিত এসব কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে বা স্থানে পদায়ন অথবা বদলি করা হলো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।