Apan Desh | আপন দেশ

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ১৪ আগস্ট ২০২৫

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

রাজধানীর বনানীতে একটি সিসা বার থেকে নামার সময় রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি স্ত্রী ও পরিবার নিয়ে মহাখালী হাজারীবাড়ী এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। গতরাতে বনানী ১১ নম্বর রোডে একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত এসে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি  আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধু ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করেন। কারা বা কেন তারা রাব্বিকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

বনানী থানার ওসি রাসেল সারওয়ার জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, রাব্বি সিসা বার থেকে নামছিলেন। এ সময় মুন্না নামে একজনের নেতৃত্বে ছয়-সাতজন তার ওপর হামলা চালায়।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন উল্লেখ করেন, নিহতের বাম পায়ের উরুতে ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিং এর বাড়ির ২য় তলা থেকে নামার সময় সিঁড়িতে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়