Apan Desh | আপন দেশ

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:১৭, ৯ আগস্ট ২০২৫

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

ফাইল ছবি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কিন্তু তাদের দাবির প্রতি পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এজন্য নিজেদের দাবি-দাওয়া আদায়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সংগঠনটির পক্ষ থেকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওই কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।

তাদের অভিযোগ, বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত।

জোটের নেতারা জানিয়েছেন, ২০১৮ সালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেয়। যা পরে কার্যকর হয়। তখন তাদের আশ্বাস দেয়া হয়েছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণ করা হবে। তবে দীর্ঘদিন ধরে দাবি জানালেও আগের সরকার তাতে কর্ণপাত করেনি।

তাদের অভিযোগ, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হলে তখন শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যেই ২২তম দিনে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানো, আগামী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন।

আরওপড়ুন<<>>‘ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি’

বাজেটে এ বরাদ্দ থাকলেও এখনও সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। সেজন্য জোটের নেতারা ১০ আগস্টের (রোববার) মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। অন্যথায় ১৩ আগস্টের কর্মসূচি থেকে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে শিক্ষক সংগঠনগুলো আরও অভিযোগ করেছে, ১৩ আগস্টের কর্মসূচির আগের দিন ১২ আগস্ট পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, যা অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত হলে তা গণতান্ত্রিক অধিকার চর্চার প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন নেতারা।

সংশ্লিষ্টরা জানান, কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত পাঁচজন শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় প্রেসক্লাবের ওই সমাবেশে বক্তব্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও শিক্ষা উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ শান্তসহ দলটির প্রতিনিধি দল। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমেরও।

বিষয়টি নিয়ে শনিবার (০৯ আগস্ট) দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মো. মাঈন উদ্দীন বলেন, আমাদের এ দাবিগুলোর দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। সে অনুযায়ী শিক্ষা উপদেষ্টাও দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো অগ্রগতি হয়নি। সেজন্য আমরা এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন, নির্ধারতি সময়ের মধ্যে দাবি আদায় না হযলে আরও বৃহত্তর এবং কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে এ কর্মসূচিতে সারাদেশ থেকেই বিপুলসংখ্যক শিক্ষক উপস্থিত হবেন বলেও দাবি করেন অধ্যক্ষ মো. মাঈন উদ্দীন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়