Apan Desh | আপন দেশ

রাজধানীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, গৃহকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১১ মে ২০২৫

আপডেট: ২১:১৩, ১১ মে ২০২৫

রাজধানীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, গৃহকর্তা গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) দুপুরে ওই গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন। তিনি বলেন, দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের এল ব্লকে বাসায় ১২ বছরের গৃহকর্মী ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>সালিশে ধর্ষিতার চুল কেটে দিল মাতব্বররা

তিনি আরও বলেন, চলতি মাসে ভুক্তভোগী শিশুটি মাসুদ নামের ওই ব‍্যক্তির বাসায় কাজ করতে যায়। গত ০২ মে রাতে শিশুকে ধর্ষণ করেন তিনি। পরে বিষয়টি পরিবারকে জানালে শনিবার (১০ মে) রাতে মামলা করে শিশুটির বাবা।

মামলা সূত্রে জানা যায়, শিশুটির বাবা পেশায় একজন রিকশাচালক। তার শ্বশুরবাড়ির আত্মীয় হওয়ায় মাসুদ রানার বাসায় গত ০১ মে গৃহকর্মী কাজে দেয় মেয়েকে। বুধবার (০৭ মে) মেয়ে ফোনে জানায় ওই বাসায় আর কাজ করবে না। তাকে সেখান থেকে নিয়ে আসতে বলে। তাকে এ বেশি কথা বলতে দেননি মাসুদ রানা। পরের দিন বৃহস্পতিবার (০৮ মে) মেয়েকে আনা হয়। শিশুটিকে বাসায় নিয়ে এলে সে ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। শুক্রবার (০৯ মে) প্রতিবেশী এক নারীর মাধ্যমে শিশুটির সমস্যা বিষয়ে জানতে চাইলে তখন সে জানায়, মাসুদ রানা ওই বাসায় কাজে দেয়ার পরদিন রাতেই তাকে ধর্ষণ করেছেন। আর কাউকে বিষয়টি না বলার জন্য ভয়ভীতি দেখিয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়