Apan Desh | আপন দেশ

রাবি সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ১ হাজার চারা বিতরণ 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ৩ জুলাই ২০২৫

রাবি সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ১ হাজার চারা বিতরণ 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে ‘RUSC Tree Plantation Drive 2025’। পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ৯ টায় কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। 

তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (আরইউএসসি অফিস সংলগ্ন) নিজ হাতে চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্‌বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, কৃষি প্রকল্পের সভাপতি হিসেবে ক্যাম্পাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি প্রকল্পের অধীনে অসংখ্য গাছ রোপণ করা হবে। তাদের সঙ্গে রাবি সায়েন্স ক্লাবের এসব কাজ পরিপূরক হিসেবে যুক্ত হলো। তারা যে কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয়। আশা করি তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে।

একই দিনে রাজশাহী জেলার পবা উপজেলার রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুল ও এম.আর. প্রভাত বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়। 

দিনব্যাপী এ আয়োজনে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী এ চার প্রজাতির প্রায় ১ হাজার চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও বিভিন্ন স্থানে রোপণ করা হয়। গাছগুলো নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় নেয়া হয়েছে।

উক্ত প্রোগ্রামে ক্লাবের সাধারণ সম্পাদক রবি উস সানি স্বপনের সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ।

এসময় ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজ সংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা ও গাছের গুরুত্ব সম্পর্কে টেকসই বার্তা ছড়িয়ে দেয়া।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি স্বাগতা বৃতি রায় গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কোশাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম- সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ আয়োজনের আহবায়ক ছিলেন ক্লাবের প্রচারণা সম্পাদক মাশরাফি জামান চৌধুরী। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়