
ছবি: আপন দেশ
মোবাইল ব্যবহার ও পর্ণগ্রাফি দেখার নির্দিষ্ট বয়স থাকা উচিত। রাজনীতি, মাদক, তরুণদের ঠিক মত মানুষ করতে না পারা ও পর্ণগ্রাফি নারী নির্যাতন রোধে বাঁধা তৈরি করছে। এ মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা এবিউজ হয়। নারী নির্যাতন রোধে কাঠামোগত কিছু পরিবর্তন আনা হচ্ছে। কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে হবে এ টিম।
উপদেষ্টা বলেন, আমি নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করছি গত ৪০ বছর ধরে। সরকার এসেছে সরকার গেছে, কেউ কিন্তু এটা সামাল দিতে পারেনি। এর একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, একটা বড় কারণ হচ্ছে মাদক। আর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের তরুণ, বাচ্চা ছেলে-মেয়েদের ঠিকমতো মানুষ করতে পারছি না।
তিনি বলেন, এখন এসেছে এ মোবাইল এবং পর্নোগ্রাফি। কিছুদিন আগে আমার কাছে একটা অভিযোগ এসেছে, অভিযোগ শুনে আমি হাত পা ছেড়ে দিয়ে ভাবছি- আমি এটা নিয়ে কি করব! ১০ বছরের একটি বাচ্চা আড়াই বছরের একটি মেয়েকে...এটাকে আমি কি করে ধর্ষণ বলি? এটা আমি কোন ভাষায় ব্যাখ্যা করব? এ বাচ্চা ছেলেটাকে যখন আনা হলো সেতো বোঝেই না। সে কি দেখে? সে দেখে বড়রা যা দেখে। তার যে মানসিক বিকৃতি ঘটছে, আমরা যারা দায়িত্বশীল তারা কি করছি? আমরা এ শিশুদের প্রোটেকশন দিতে পারছি না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।