Apan Desh | আপন দেশ

চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ২ এসআই বরখাস্ত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২৩, ৫ মে ২০২৫

আপডেট: ১৭:০০, ৫ মে ২০২৫

চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ২ এসআই বরখাস্ত

কলাবাগান থানা।

ডিবি পরিচয়ে বাসায় ঢুকে ভাঙচুর, লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবি করায় ওসি, ২ এসআই সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন, রাজধানীর কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান ও দুই এসআই বেলাল ও মান্নান।

সোমবার (০৫ মে) ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার সূত্রপাত গত ২৯ এপ্রিল গভীর রাতে। অভিযোগে বলা হয়েছে, কলামিস্ট ও শিক্ষাবিদ ড. আব্দুল ওয়াদুদের ধানমন্ডির বাসায় রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে পুলিশ পরিচয়ে একদল লোক জোর করে ঢুকে। তারা বাসায় তল্লাশি চালায়, জিনিসপত্র ভাঙচুর করে ও ভয়ভীতি দেখায়। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন।

লিখিত অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহবান জানান ড. ওয়াদুদ।

আরও পড়ুন>>>আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

তিনি অভিযোগে বলেন, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তার ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় ওসি মোক্তারুজ্জামান তাদের চলে যেতে বলেন।

ড. ওয়াদুদ আরও বলেন, পুলিশ সদস্য মান্নান তাকে আড়ালে নিয়ে এক কোটি টাকা দাবি করে বলেন, এ টাকা দিলে থানায় নেয়া হবে না। দেন-দরবারের একপর্যায়ে তিনি এসআই বেলাল ও মান্নানের হাতে দুই লাখ টাকা তুলে দেন। পুলিশেরা এ সময় বাকি টাকা পরদিন ব্যাংকিং আওয়ারে দেয়ার শর্তে তিনজন সিভিল পোশাকধারী ব্যক্তিকে বাসায় পাহারায় রেখে যান। যারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়