Apan Desh | আপন দেশ

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক    

প্রকাশিত: ১৯:৩৫, ২৫ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৩৭, ২৫ মার্চ ২০২৫

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

ফাইল ছবি।

‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে উজ্জল রায় নামের এক ব্যক্তি নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন।

সোমবার (২৪ মার্চ) নিজেকে আওয়ামী লীগের সভাপতি দাবি করে নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন উজ্জল রায়। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এ দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ উল্লেখ করেছেন।

আরওপড়ুন<<>>স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দল গঠনের তারিখ দেয়া হয়েছে সোমবার (২৪ মার্চ)। এ দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করা হয়নি।

আবেদনে আরও জানা যায়, নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে উজ্জল রায় নির্বাচিত হয়েছেন বলে জানান। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব নম্বর না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল থাকার বিষয় উল্লেখ করেন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়