Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ৮ মার্চ ২০২৫

আপডেট: ২১:০৪, ৮ মার্চ ২০২৫

ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. ইমন হাসান

রাজধানীর শাহজাদপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতা হলেন, মো. ইমন হাসান (৩৬)। তিনি ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক।

শনিবার (০৮ মার্চ) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আরওপড়ুন<<>>নিষিদ্ধ হিযবুত তাহরীর ১৭ সদস্য রিমান্ডে

তিনি বলেন, গত বছরের ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নর্দা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ হামলা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় ফাহিম হোসেন জুবায়েদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
এ ঘটনায় ফাহিমের বাবা বাদী হয়ে গত বছরের ৫ অক্টোবর গুলশান থানায় একটি মামলা করেন।

৫ আগস্টের পর থেকে ইমন আত্মগোপনে চলে যায়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (০৭ মার্চ) রাজধানীর শাহাজাদপুর বাঁশতলা এলাকা থেকে ইমনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়