Apan Desh | আপন দেশ

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:০৯, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৯, ২৫ নভেম্বর ২০২৪

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।

সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবিতে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে ৩০ অক্টোবর রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের হয়। যাতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। মামলাটি চট্টগ্রামের কোতোয়ালি থানায় মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি দায়ের করেন। মামলার পর রাজেশ চৌধুরী ও হৃদয় দাশসহ দুজনকে গ্রেফতার করা হয়।

মামলার আসামির তালিকায় আছেন—ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাস সনাতন ধর্মের প্রচারে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। সনাতনী সম্প্রদায়ের কাছে তিনি চিন্ময় প্রভু হিসেবে বিখ্যাত। তিনি পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষও।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়