Apan Desh | আপন দেশ

দৈনন্দিন জীবনযাপনে সংবাদপত্রের ভূমিকা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ৩ আগস্ট ২০২৫

দৈনন্দিন জীবনযাপনে সংবাদপত্রের ভূমিকা

ছবি: সংগৃহীত

আমাদের প্রতিদিনের জীবনকে যদি একটি চলমান নাট্যমঞ্চ ধরা হয়, তবে সংবাদপত্র তার মঞ্চের আলো। প্রতিদিন সকালে এক কাপ চায়ের সঙ্গে পত্রিকা হাতে নেয়া যেন একটি অভ্যাস নয়, বরং একটি সংস্কৃতি। মানুষের মনন, বোধ এবং বাস্তবচিন্তাকে যে মাধ্যমটি প্রতিনিয়ত দিগদর্শন দিয়ে চলেছে, তা হল সংবাদপত্র। এটি কেবল সংবাদ পরিবেশনের একটি মাধ্যম নয়, বরং সমাজ সচেতনতা, গণতন্ত্র, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য বাহক।

পৃথিবীর প্রতিটি কোণায় যেসব ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, সেগুলোর অনেকগুলোই আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ এসব বিষয়ের হালনাগাদ তথ্য সরবরাহ করে All Bangla Newspaper এবং সকল ভাষা সংবাদপত্র। এতে একজন নাগরিক কেবল একজন পাঠক হয়ে থাকেন না, তিনি হয়ে ওঠেন সচেতন, তথ্যনির্ভর এবং যুক্তিনির্ভর মানুষ।

পত্রিকা পাঠ একজন মানুষের চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে। সম্পাদকীয়, কলাম, প্রবন্ধ বা বিশ্লেষণধর্মী লেখা আমাদের ভাবনার জগতে নতুন জানালা খুলে দেয়। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য সংবাদপত্র এক অতুলনীয় সহায়ক। এটি শব্দভান্ডার সমৃদ্ধ করে, সমসাময়িক ঘটনাবলির প্রেক্ষাপট বিশ্লেষণে সহায়তা করে এবং যুক্তিপূর্ণ আলোচনায় ভূমিকা রাখে।

সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। জনগণের স্বার্থে সঠিক ও সাহসী তথ্য পরিবেশন করে এটি রাষ্ট্রব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করে। ন্যায়-অন্যায়ের পার্থক্য গড়ে তুলতে, দুর্নীতির মুখোশ উন্মোচনে এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করতে সংবাদপত্র অগ্রণী ভূমিকা রাখে।

শিক্ষার প্রসারেও সংবাদপত্রের ভূমিকা অতুলনীয়। শিক্ষাবিষয়ক তথ্য, বৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বিষয়ক উপাদান এবং শিক্ষাবিদদের মতামত নিয়মিত প্রকাশ করে সংবাদপত্র। এর ফলে পাঠকেরা যেমন শিক্ষিত হয়ে উঠেন, তেমনি সমাজও একটি জ্ঞাননির্ভর কাঠামো লাভ করে।

পণ্যবাজার, মূল্যবৃদ্ধি, বাণিজ্য সংবাদ, নতুন প্রযুক্তি কিংবা ভোক্তা অধিকার এসব বিষয়ও আমাদের দৈনন্দিন জীবনের অংশ। সংবাদপত্র প্রতিনিয়ত এ বিষয়ে আমাদের অবগত রাখে। তদ্ব্যতীত, রেসিপি, স্বাস্থ্য টিপস, লাইফস্টাইল ও ভ্রমণ বিষয়ক লেখা মানুষকে দৈনন্দিন জীবন সুন্দরভাবে পরিচালনার নির্দেশনা দেয়।

দৈনন্দিন চাপ, দুশ্চিন্তা ও একঘেয়েমিতা থেকে মুক্তি দিতে বিনোদন একটি গুরুত্বপূর্ণ উপাদান। সিনেমা, নাটক, বইয়ের রিভিউ, খেলার আপডেট এসব নিয়েই থাকে সংবাদপত্রের পাতা। এটি শুধু সময় কাটানোর উপায় নয় বরং সাংস্কৃতিক চেতনারও বাহক। নতুন শিল্পী, সাহিত্যিক ও সৃজনশীল মানুষের কাজের প্রসার ঘটে সংবাদপত্রের কল্যাণে।

বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। ইন্টারনেট, টেলিভিশন, ইউটিউব সবকিছুই এখন হাতের মুঠোয়। তবু সংবাদপত্রের গুরুত্ব কমে যায়নি। কারণ, তা নিছক খবর দেয় না তথ্য বিশ্লেষণ করে, ব্যাখ্যা দেয় ও পাঠককে নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেয়। ডিজিটাল দুনিয়ার মাঝে আজও যারা গভীরভাবে বুঝে পড়তে চান, তাদের কাছে সংবাদপত্র অনন্য।

একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের দর্পণ যেখানে রাষ্ট্রের সফলতা যেমন উঠে আসে, তেমনি ত্রুটিও নিষ্ঠার সঙ্গে তুলে ধরা হয়। পক্ষপাতহীনতা, সত্যনিষ্ঠতা এবং মানবিকতা হল সংবাদপত্রের মৌলিক চেতনা। জনকল্যাণ, সমাজ উন্নয়ন এবং সৎ সাহসিকতার জন্য সংবাদপত্রই হয়ে ওঠে জনতার নির্ভরযোগ্য কণ্ঠস্বর।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়