Apan Desh | আপন দেশ

সচিবালয়ের নাম মন্ত্রণালয় রাখতে হবে : সৈয়দ আলাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ৩ আগস্ট ২০২৫

সচিবালয়ের নাম মন্ত্রণালয় রাখতে হবে : সৈয়দ আলাল

ছবি: আপন দেশ

সচিবালয়ের নাম কেটে মন্ত্রণালয় করতে বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, সচিবালয় নামে আমরা যে স্থাপনা চিনি এখানে সচিবরা প্রধান নন। সচিবদের প্রধান হচ্ছেন মন্ত্রীরা। তাহলে এটির নাম সচিবালয় হবে কেন? এর নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে।

রোববার (০৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে 'জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ'শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাসা আর বাসভবনের বৈষম্য এখনও রয়ে গেছে। এ বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তিনি বলেন, রাজনীতিবিদসহ সাধারণ মানুষের আবাসস্থলকে বলা হয় বাসা। কিন্তু কর্মকর্তাদের বেলায় বলা হয় বাসভবন। ডিআইজির বাসভবন। পুলিশ সুপারের বাসভবন। আমলাদের নিবাস। এসব ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। এসকল বৈষম্য দূর করতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেন, জুলাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংস্কারের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, সেখানে যে দলই বিজয়ী হয়ে আসবে আমরা স্বাগত জানাবো।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই একক কোন পক্ষের নয়, এ বিজয় সকলের। এ বিজয় ছাত্র-জনতার। বিজয় ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন<<>> অনাড়ম্বর আয়োজনে ডেইলি আপন দেশ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিজয় এলেও দেশ পুরোপুরি স্বৈরাচারমুক্ত নয়। সকল জায়গায় আমরা আগের মতোই দলীয়করণ দেখতে পাচ্ছি। মিটফোর্ডের সোহাগ হত্যার মতো ঘটনাও দেখতে হয়েছে। এ অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।-এ মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আহমেদ ইসহাক।

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)'র সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি'র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, খন্দকার ব্যারিস্টার মারুফ হোসপন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

এছাড়াও বক্তব্য দেন, আয়োজক সংগঠনের সহ সভাপতি নূরে আলম বর্ষণ, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, দফতর সম্পাদক আহসান কামরুল, জাকির হোসেন,ফখরুল ইসলাম, এসএম তাজুল ইসলাম,শাহারুল ইসলাম রকি, মো. মেহেদী হাসান, মিজানুর রহমান হাওলাদার,খলিল মৃধা, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য আকন্দ এস এম এ আসাদ প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়