প্রবীণ সাংবাদিক সিরাজুল হক
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক সিরাজুল হক (৭৮) আর নেই। বৃহস্পতিবার (২৬ জুন) নিউইয়র্ক সময় বেলা ১১:১৫ মিনিটে কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজুল হক ১৯৪৭ সালে বরিশাল জেলার ‘আবদা বিশর’ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) সহ এম.এ. ডিগ্রি লাভ করেন।
১৯৬৫ সালে সাপ্তাহিক ইয়াং পাকিস্তান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক আজাদ ও দৈনিক জনপদসহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দৈনিক জনপদের ভারপ্রাপ্ত সম্পাদক হন।
রোববার (২৯ জুন) বাদ আসর মরহুমের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
সিরাজুল হকের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































