
ছবি সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুহূর্তের মায়াজাল: ফটো, আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন সিজন-২’। অনুষ্ঠানের আয়োজক সৃজনশীল সংগঠন ‘অ্যাস্থেটিক বাউ’। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে এ আয়োজন হয়।
দেখা যায়, বিকেল গড়াতেই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী শাড়ি ও পাঞ্জাবি পরে দলবদ্ধভাবে আয়োজনস্থলে আসতে শুরু করেন। গান, কবিতা ও আলোর ঝলকে উৎসবমুখর হয়ে ওঠে আমতলা চত্বর। কেউ পিঠা বিক্রিতে ব্যস্ত, কেউবা নিজ হাতে তৈরি ছবি ও কারুকাজ প্রদর্শনে; আবার কেউ বন্ধুদের সঙ্গে ছুটির বিকেল উপভোগে মগ্ন।
আয়োজনে ছিল লাইভ ফটো কনটেস্ট, বায়োস্কোপ, সাংস্কৃতিক পরিবেশনা ও হাজার কাপ চাসহ নানা ব্যতিক্রমী আয়োজন। শিক্ষার্থীরা রঙতুলি, হস্তনির্মিত শিল্পকর্ম এবং মুঠোফোনে ধারণ করা ছবির মাধ্যমে ক্যাম্পাসজুড়ে জীবনের সৌন্দর্য ও অনুভব প্রকাশ করেন। প্রদর্শনীতে ছবি ও আর্ট-ক্রাফট বিভাগে সেরা তিনটি করে মোট ছয়টি শিল্পকর্ম পুরস্কার পায়। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেই সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিফাত আলী বলেন, গত বছর আমরা 'অনুভবের আয়না' সফলভাবে সম্পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা 'মুহূর্তের মায়াজাল' আয়োজন করেছি। শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও সংস্কৃতি অনুরাগকে উৎসাহিত করা। ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্যকে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।
প্রদর্শনীতে অংশ নেয়া শিক্ষার্থী জাহিন ইজমা বলেন, আমরা অনেকেই পড়ালেখার পাশাপাশি ছবি আঁকা, কারুশিল্প বা ফটোগ্রাফির মতো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকি। কিন্তু সেগুলোর প্রকাশের সুযোগ খুব কমই হয়। এ এক্সিবিশন আমাদের সে সুযোগ করে দিয়েছে। নিজের হাতে বানানো শিল্পকর্ম অন্যদের সামনে উপস্থাপন করতে পেরে একটা আত্মতৃপ্তি কাজ করেছে। সবচেয়ে ভালো লেগেছে, শিক্ষকরাও এসে আমাদের কাজগুলো দেখেছেন, উৎসাহ দিয়েছেন। ‘মুহূর্তের মায়াজাল’ শুধু একটি প্রদর্শনী নয়—এটি আমাদের সৃজনশীল সত্তার একটি মঞ্চ। ভবিষ্যতে এ রকম আরও আয়োজন হলে নিজেদের ভেতরের শিল্পীসত্তাকে আরও উন্মোচন করতে পারব।
সংগঠনটির সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান বলেন, অ্যাস্থেটিক বাউ বাকৃবির এমন একটি সংগঠন যারা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে দেশবাসীর সামনে আমাদের বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করতে কাজ করে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজের আঁকা, ফোনে তোলা অনেক ছবি নিয়ে হাজির হয়েছে। ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ দেখে খুবই ভালো লাগছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।