Apan Desh | আপন দেশ

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৩৯, ৪ ডিসেম্বর ২০২৫

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 

আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।

পরে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগে থেকেই আনিসুল হক, সালমান এফ রহমান ও পলক একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন : কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ২ সেনা কর্মকর্তা

প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও চারজন। যাদের তারা বলছেন, গ্যাং অব ফোর। এই গ্রুপের সদস্য ছিলেন আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়