Apan Desh | আপন দেশ

পাঁচ দিনের রিমান্ডে ‘পর্নো তারকা‘ দম্পতি  

নিজেস্ব প্রতবিদেক

প্রকাশিত: ২০:৪৯, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৫০, ২১ অক্টোবর ২০২৫

পাঁচ দিনের রিমান্ডে ‘পর্নো তারকা‘ দম্পতি  

পর্নো তারকা দম্পতি আজিম ও বৃষ্টি

নিষিদ্ধ পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সেই ‘পর্নো তারকা‘ দম্পতি আজিম ও বৃষ্টিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে আজিম ও বৃষ্টিকে আদালতে হাজির করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এ যুগলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বান্দরবান থেকে গ্রেফতার করা হয় আজিম ও বৃষ্টিকে। আজিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। আর বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। তাদের কাছ থেকে মোবাইল, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্নো ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

আরও পড়ুন<<>>জুবায়েদ হত্যায় ছাত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা 

জানা গেছে, তারা প্রায় পনেরো দিন আগে বান্দরবানে এসে সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন এবং ফল ব্যবসার কথা বলে এলাকায় পরিচিত হওয়ার চেষ্টা করেছিলেন। তবে সাধারণত তারা বাসা থেকে বের হতেন না।

পুলিশের তথ্যে, এ যুগল বিভিন্ন পর্ন ভিডিও তৈরি ও আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও পর্নোগ্রাফির প্রচারণা চালাতেন।

২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে হাজারো সদস্য যুক্ত ছিলেন। তারা নতুন ভিডিও লিংক ও আয় সংক্রান্ত স্ক্রিনশট শেয়ার করতেন এবং অন্যদেরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করতেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়