Apan Desh | আপন দেশ

সাবেক সচিব আবু আলম শহীদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৯, ৮ সেপ্টেম্বর ২০২৫

সাবেক সচিব আবু আলম শহীদ গ্রেফতার

সাবেক সচিব আবু আলম শহীদ খান

শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন<<>>এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

এদিকে ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীতে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া রাজধানাীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়