Apan Desh | আপন দেশ

ব্যারিস্টার সুমন-ছাম্মী দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ২৬ মে ২০২৫

আপডেট: ১৭:৪৩, ২৬ মে ২০২৫

ব্যারিস্টার সুমন-ছাম্মী দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি।

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের বিরুদ্ধে বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আরওপড়ুন<<>>জুবাইদা রহমানের আপিলের রায় ২৮ মে

আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তার বিদেশগমণ নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়