Apan Desh | আপন দেশ

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল ভুটানও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ২৭ ডিসেম্বর ২০২৫

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল ভুটানও

সংগৃহীত ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভুটানের কিছু অংশেও অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান–মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের ২৬.৮০১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৩৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল)। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের প্রধান শহর গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ও ধেকিয়াজুলি শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে।
 
এতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না পাওয়া গেলেও গুয়াহাটিসহ আসামের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন অনেকে।
 
ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের আসাম এবং বাংলাদেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা ভূমিকম্প প্রবণ জোনে অবস্থিত। গত কয়েক মাসে এ অঞ্চলে ছোট-বড় বেশ কিছু কম্পন রেকর্ড করা হয়েছে।
 
আজকের এ কম্পনটি বাংলাদেশের সীমান্তবর্তী কিছু এলাকায় মৃদুভাবে অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়