বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দেশে প্রত্যাবর্তনের তিনদিনের মাথায় ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে যাবেন তিনি। সেখানে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী, কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রাখে, ফলে এ প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা দেখছে না ইসি।
নির্বাচন কমিশনে যাওয়ার আগে তারেক রহমান দিনভর বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এদিন বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আরও পড়ুন<<>>আপাতত শাহবাগ ছাড়লেন ইনকিলাব মঞ্চের বিপ্লবীরা, তবে...
এরপর তারেক রহমান রাজধানীর পঙ্গু হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন ও তাদের সঙ্গে সময় কাটাবেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবার দেশে ফেরার পর থেকেই তারেক রহমান রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন।
উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় লন্ডনে অবস্থান করার পর গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা সভায় যোগ দেন।
এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করেন। বর্তমানে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
তারেক রহমানের দেশে ফেরার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনে তার আগমনকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































