ছবি : আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগমন ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে যাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর শাহবাগ ছেড়েছেন ইনকিলাব মঞ্চের বিপ্লবীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন তারা। তবে, দুপুর ১২টার পর আবার তারা শাহবাগ ব্লকেড করে অবস্থান নেবেন বলে জানিয়েছেন
কনকনে ঠান্ডার মধ্যে রাজপথেই রাত কাটান আন্দোলনকারীরা। তাদের দাবি, শরিফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হয়নি। সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করতে পারলে, অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান শাহবাগে থাকবে।
আরও পড়ুন : আজ কত দামে বিক্রি হবে স্বর্ণ-রুপা, জেনে নিন
এর আগে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ঘোষণার পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতভর শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































