ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে একটি বাসে আগুন লেগে অন্তত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে ৪০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সেখান থেকে ২৩টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে।
দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুংকিত বলেছেন, ১৬ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের বহন করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামনের টায়ার ফেটে যাওয়ার পর বাসটি ব্যাংককের ঠিক উত্তরে মহাসড়ককে বিভক্তকারী কংক্রিটের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বাসটিতে দ্রুত আগুন লেগে যায়। যার ফলে বাসটিতে থাকা অনেকেই বের হতে পারেননি। তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































