
ক্ষতিগ্রস্থ চোয়োলে অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা
সেলিনা বেগম (ছদ্মনাম), বয়স ৩৫। মধ্য বয়সে শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যান্সার। নিচের চোয়ালের প্রায় ৭০ শতাংশ ক্ষত-বিক্ষত করে দিয়েছে এ কর্কট রোগ। হাসপাতাল থেকে হাসপাতাল, চেম্বার থেকে চেম্বারে দৌঁড়াদৌঁড়ির পর পৌঁছান ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে। সেখানে চিকিৎসকদের ১৫ ঘণ্টার প্রচেষ্টায় জটিল অস্ত্রোপচারে সেরে উঠেছে এ ক্ষত।
জটিল এ অস্ত্রোপচারে নেতৃত্ব দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মাসুদ। তিনি জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছেন ওই রোগী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ডা. আব্দুল্লাহ আল-মাসুদ লিখেছেন, যেহেতু ক্যান্সার নিজেকে এতদিনে অনেকদূর নিয়ে গেছে, তাই তার চিকিৎসাও বেশ জটিল। অনেক বিনিদ্র রজনী পরিকল্পনার পর অপারেশনের দিন ঠিক হলো। গত ১৮ আগস্ট রোগীর পরিবারের সদস্যদের সম্মতিক্রমে অপারেশনের প্রস্তুতি নেই।
আরও পড়ুন<<>>আরও ৫০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা
তিনি বলেন, সকাল ৮টা থেকেই আমরা কার্যক্রম শুরু করি মহান আল্লাহর উপর ভরসা রেখে। আমার পরিকল্পনা ছিল রোগীর ক্যান্সারে আক্রান্ত ক্ষতস্থানের প্রতিস্থাপনের জন্য তার শরীরের দুইটি অংশ থেকে হাড় ও মাংস সংগ্রহ করা। সে অনুযায়ী আমাদের পরিকল্পনায় ছিল ফিবুলা ফ্রি ফ্ল্যাপ (পায়ের হাড় থেকে সংগৃহীত টিস্যু) এবং অ্যান্টেরিয়র ল্যাটেরাল থাই ফ্ল্যাপ (উরুর সামনের পাশের মাংসপেশি)। সাধারণত একটি অপারেশনে কেবল একটি ফ্ল্যাপ হারভেস্ট করা হয়, কিন্তু দুটি ফ্ল্যাপ নেয়া অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিল।
ডা. আব্দুল্লাহ আল-মাসুদ আরও বলেন, সে অনুযায়ী প্রস্তুতি নিয়েই শুরু করি। সকাল থেকে দুপুর গড়িয়ে গোধূলি লগ্নও পেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে চলছে আমাদের ক্যান্সারের সঙ্গে যুদ্ধ। অবশেষে টানা ১৫ ঘন্টার চেষ্টায় আল্লাহর অশেষ রহমতে অপারেশন সম্পন্ন করতে পারি।
অস্ত্রোপচারে সাফল্যের ক্ষেত্রে অ্যানেস্থিশিওলজি বিভাগের কৃতিত্বের স্বীকৃতিও দেন ডা. মাসুদ। লিখেছেন, তাদের ঐকান্তিক সহযোগিতা ছাড়া কোনভাবেই সম্ভব ছিল না। তারা নিয়মিত ডিউটির বাইরে রাত্রিকালীন সময়েও উপস্থিত থেকে আমাদের অনেক সহযোগিতা করেছেন, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এ ছাড়া হাসপাতালে কর্তব্যরত নার্স, যারা সন্ধ্যাকালীন ডিউটির পর অতিরিক্ত সময় রাত্রিকালীন থেকে পূর্ণ সহযোগিতা করেছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন এবং অন্যান্য স্টাফ, যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপন দেশ/জেডআই