ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন এক প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির নাম।
এই গুঞ্জনের শুরু আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচ থেকে। মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে দেখা যায় নোরাকে। তিনি দলটির সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর থেকেই নেটিজেনদের ধারণা, নোরার এ উপস্থিতির পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া নানা পোস্টে দাবি করা হয়, নোরা শুধু দেশ বা দলকে নয়, বরং হাকিমিকেই উৎসাহ দিতে মরক্কোতে গিয়েছিলেন। মরক্কোর জয়ের পর নোরার আনন্দ উদ্যাপনের ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়। সে সঙ্গে হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। এতে গুঞ্জন আরও জোরালো হয়।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই মুখ খোলেনি। নোরা কিংবা হাকিমি—কেউই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
নোরা ফাতেহি মরক্কো বংশোদ্ভূত হলেও বর্তমানে বলিউডের পরিচিত মুখ। অন্যদিকে আশরাফ হাকিমি বিশ্বের শীর্ষ ফুটবলারদের একজন।
আরও পড়ুন : মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পেলেন হিরো আলম
জানা গেছে, নোরার ফুটবলার প্রেমিক নিয়ে আগে থেকেই নানা কথা চলছিল। হাকিমির সঙ্গে তার সাম্প্রতিক ঘনিষ্ঠতায় সে আলোচনা আরও বেড়েছে।
সব মিলিয়ে, বিষয়টি এখনো পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে। কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।
আপন দেশ/এসএস/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































