Apan Desh | আপন দেশ

প্রকাশ্যে হেনস্তার শিকার নিধি আগারওয়াল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৩৪, ২২ ডিসেম্বর ২০২৫

প্রকাশ্যে হেনস্তার শিকার নিধি আগারওয়াল

বলিউড অভিনেত্রী নিধি আগারওয়াল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। তেলুগু ছবির জনপ্রিয় এ নায়িকাকে ঘিরে ধরে প্রচণ্ড ভিড় হয়। নিজের আসন্ন ছবি ‘রাজা সাব’ ছবির গানের মুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

সম্প্রতি হায়দরাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’-এর গান ‘সাহানা সাহানা’-এর লঞ্চিং অনুষ্ঠান।

আনন্দঘন সে মুহূর্ত নিমেষেই ভয়ংকর রূপ নেয়, যখন ভক্তদের হাতেই প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন<<>>হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

দেহরক্ষীরা কোনোমতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায়।

ভিডিওতে আরও দেখা যায়, নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে ও পোশাক ঠিক করতে বাধ্য হন নিধি। গাড়িতে ওঠার পর তার মুখে স্পষ্ট ভীতির ছাপ ফুটে ওঠে; কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অভিনেত্রীকে।

অনুষ্ঠানে বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় আয়োজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন অনেকে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আচরণের বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা। 

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা লিখেছেন, এরা মানুষ নাকি হায়েনা? তিনি প্রশ্ন তোলেন, এমন ঘটনার জন্য নিরাপত্তা ও সম্মানের বিষয়টি কোথায়? তবে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, এটি অত্যন্ত জঘন্য আচরণ! কেন তাকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়নি? আরেকজন লেখেন, পোশাকের বড়সড় বিপর্যয় ঘটতে পারত। নিরাপত্তা নিশ্চিত না করে কেন এত বড় আয়োজন করা হয়?

এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়