Apan Desh | আপন দেশ

‘সৃজিতের সঙ্গে আমার অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ২ সেপ্টেম্বর ২০২৫

‘সৃজিতের সঙ্গে আমার অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ’

সৃজিত মুখার্জি-আজমেরি হক বাঁধন। ছবি সংগৃহীত

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এ পরিচালকের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব কনটেন্টে অভিনয় করেছিলেন এপার বাংলার নন্দিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিরিজটি তেমন আলোচনায় না এলেও মুসকান জুবেরি চরিত্রে বুগ্ধতা ছড়িয়েছিলেন বাঁধন।

তবে সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না এ অভিনেত্রীর। সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছেন বাঁধন।

এ অভিনেত্রী বলেন, আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তারা হলেন সিরিজের সিনেমাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পী এবং রাহুল বোস। তারা আমার পাশে থেকেছেন। তাদের সে সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময়টা আমার জীবনে কখনও আসবে না।

মোহাম্মদ নাজিম উদ্দীনের থ্রিলারের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয় সিরিজটি। আরও অভিনয় করেছেন অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

আরওপড়ুন<<>>মোহনীয় রুপে ভক্তদের নজর কাড়লেন কুসুম 

২০২১ সালে মুক্তি পায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’ এ ওয়েব কনটেন্টে প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও, মুসকান জুবেরি চরিত্রে বাঁধনের আবেদন মনে ধরেছিল দর্শকের। কিন্তু যে কাজ করে এত প্রশংসা, পুরস্কার, সে কাজের অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয় অভিনেত্রীর কাছে।

অন্যদিকে সৃজিত তার ধারালো কাহিনি বলা আর ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য সমানভাবে সমাদৃত। তাদের একসঙ্গে কাজ যে নিঃসন্দেহে এক অনন্য সৃজনশীল মেলবন্ধন, তা নিয়ে নিশ্চিত ছিলেন দর্শক। কিন্তু বাঁধনের এ তিক্ত অভিজ্ঞতার কথা ছিল আড়ালেই। যা বহুদিন পরে প্রকাশ্যে আনলেন।

উল্লেখ্য, বাঁধনকে সবশেষ দেখা গেছে ‘এশা মার্ডার’ সিনেমায়। এতে পুলিশ কর্মকর্তা চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। ছবির নাম ভূমিকায় দেখা গেছে পূজা এগনেজ ক্রুজকে। আরও ছিলেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়