Apan Desh | আপন দেশ

মন ভালো নেই বলি অভিনেত্রী উর্বশীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২১ মে ২০২৫

মন ভালো নেই বলি অভিনেত্রী উর্বশীর

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

২০১৩ সালে সানি দেওলের সঙ্গে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউড অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন উর্বশী রাউতেলা। এরপরে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও, ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা খুব একটা নেই বললেই চলে। তবুও কি না অভিনয়ের জন্য মিনিটে এক কোটি টাকা নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন উর্বশী রাউতেলা। 

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে এবার আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন এ বলিউড অভিনেত্রী। তার পোশাক নির্বাচন নিয়ে অনুরাগীরা অসন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশীর পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসবের মাঝেও অভিনেত্রীর মন ভালো নেই।

কারণ, এই প্রথমবার তিনি মাকে ছাড়া কান চলচ্চিত্র উৎসবে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মায়ের অসুস্থতার কারণেই তাকে সঙ্গে আনতে পারেননি। সম্প্রতি এক বড় দুর্ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। এ কারণে মাকে সঙ্গে না আনতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন উর্বশী।

উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আটকে আছেন। কিন্তু এ কঠিন সময়ে মায়ের মনের জোরই আমাকে অনেক এগিয়ে দেয়।’ চলচ্চিত্র জগতে উর্বশীর পরিবারের কেউ যুক্ত নন। তাই এ যাত্রাপথ তার জন্য মোটেই মসৃণ ছিল না। এ কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না আনতে পারার জন্য তিনি অনুতপ্ত।

প্রসঙ্গত, এ উৎসবে উর্বশীর দুটি পোশাকই ব্যাপক সমালোচিত হয়েছে। প্রথম দিন তিনি তোতাপাখির মতো রঙিন পোশাক পরেছিলেন এবং হাতেও একটি তোতাপাখি ধরেছিলেন, যা দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। দ্বিতীয় দিনেও পোশাক বিভ্রাট পিছু ছাড়েনি। উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের নকশা করা একটি কালো স্বচ্ছ গাউন বেছে নিয়েছিলেন।

মঞ্চে এসে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি ঘটে। তার বাম বাহুর নিচের অংশটি ছেঁড়া ছিল, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মুহূর্তেই অভিনেত্রীর সে ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসি শুরু হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়