Apan Desh | আপন দেশ

ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ১৮ মে ২০২৫

আপডেট: ১৭:৪০, ১৮ মে ২০২৫

ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে

নুসরাত ফারয়িা

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হচ্ছে।

রোববার (১৮ মে) বিমানবন্দর থেকে এ অভিনেত্রীকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন) নাসিরুল ইসলাম বিকেল সাড়ে ৩টার দিকে জানান, নুসরাত ফারিয়াকে আটকের পর ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে।

আরওপড়ুন<<>>অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

এ অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

এদিকে, ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম নুসরাত ফারিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের থানায় তাকে হস্তান্তর করা হয়নি। যতদূর জেনেছি, তাকে গোয়েন্দা বিভাগে (ডিবি) নেয়া হচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়