Apan Desh | আপন দেশ

তিন-চারটা বিয়ে, সমাজের চোখরাঙানিতে কিচ্ছু যায় আসে না

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

তিন-চারটা বিয়ে, সমাজের চোখরাঙানিতে কিচ্ছু যায় আসে না

টালিউড নায়িকা শ্রাবন্তী

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয় টালিউডের আবেদনময়ী নায়িকা শ্রাবন্তীর। এ অভিনেত্রীর বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে বেশি আগ্রহী দর্শরা। এতে অবশ্য কিচ্ছু যায় আসে না শ্রাবন্তীর। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ আবেদনময়ী অভিনেত্রী। সেখানে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

২৭ বছর আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কত ওঠাপড়া। কীভাবে হাসিমুখে সামাল দেন এমন প্রশ্নে উত্তরে এ অভিনেত্রী বলেন, নিজেকে শক্ত করে রাখতে হয়েছে। আমি মনে করি, জীবন একটাই। আর আমার জীবন নিয়ে আমিই বাঁচব। আমার বিল কেউ ভরে দেবে না, বাড়ি, গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাংকে গিয়ে দিয়ে আসবে না। আমার ছেলেকেও কেউ মানুষ করবে না। এগুলো আমাকেই করতে হবে। 

এগুলোর পাশাপাশি আমাকেও ভালো থাকতে হবে মন্তব্য করে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রাবন্তী। তিনি বলেন, আমার মা-বাবাকেও ধন্যবাদ, এজন্য যে তারা আমাকে এমন একটা জবিন দিয়েছে। তারা যতদিন আছে, তাদের সান্নিধ্যে রয়েছি। আর দর্শকদের জন্য আরও ভালো কাজ করতে চাই, ব্যস এটুকুই। এর বাইরে কে কী বলল, তাতে আমার কিছু এসে-যায় না।

খুব অল্প বয়সে মা হওয়ার পাশাপাশি অভিনয়ও চালিয়ে গেছেন এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। 

টালিউড অভিনেত্রী বলেন, মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। আজ আমার ছেলে আর আমি বন্ধু। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে— তোমার মধ্যে কোনো দিন পরিণীতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে! আমি বলি— আমার এ রকমই ভালো লাগে।

দীর্ঘ অভিনয় সফরে কোনো আফসোস রয়েছে এমন প্রশ্নে শ্রাবন্তীর বলেন, প্রতি মুহূর্তে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাই। আমি চাই আমাকে অন্য কেউ ‘এক্সপ্লোর’ করুক। ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালোবাসি। আর ঈশ্বরের কৃপায় আমাকে কখনও অভিনয় শিখতে হয়নি। তাই একটাই আক্ষেপ, যদি পরিচালকরা আমাকে আরও একটু ‘এক্সপ্লোর’ করেন।

ডায়েটে কতটা মনোযোগী, শ্রাবন্তী তো খেতে ভালোবাসেন? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি ভীষণ খেতে ভালোবাসি। আর তাছাড়া আমার একটা সিনেমার কাজ চলছে। সেখানে আমার চরিত্র খানিক ভারি চেহারার। তাই এ মুহূর্তে ডায়েট করছি না। যা মন চাইছে, খাচ্ছি। কী যে আনন্দ! তবে বাইরের খাবার পছন্দ করি না আমি। তিনি বলেন, আমার বাড়িতে যিনি রান্না করেন তাকে যা বলি বাড়িতে বানিয়ে দেন। বাড়ির খাঁটি উপকরণ দিয়ে তৈরি খাবার। এই তো পরশু বাড়িতে তৈরি বিরিয়ানি খেলাম আমি আর আমার ছেলে। আর হ্যাঁ, জিম করি নিয়মিত। যেদিন জিম করতে পারি না, ৫ কিলো হাঁটি।

সৌন্দর্য প্রসঙ্গে এ আবেদনময়ী নায়িকা বলেন, আমি আসলে মায়ের থেকে পেয়েছি। আমার মা ভীষণ সুন্দরী। আপনার ভক্ত-অনুরাগীদের নিয়েও তো আপনি আবেগপ্রবণ? অভিনেত্রী বলেন,  হ্যাঁ। ওদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। জীবনে হয়তো অনেক ঝুট-ঝামেলা দেখেছি, কিন্তু দর্শকদের নিঃশর্ত ভালোবাসা পাওয়াটাই থেকে যাবে।

প্রেম তো করবেন? এ বিষয়ে শ্রাবন্তী বলেন, প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে— ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। আমার একটু সময় লাগে সবকিছুতে। তিনি বলেন, প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কীসে ভালো থাকবে, সেটি তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না— তিন-চারটা বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু এসে-যায় না!

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়