Apan Desh | আপন দেশ

সালমানের গায়ে হলুদ ছোঁয়া, ফুটবে কি বিয়ের ফুল!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ৯ জুলাই ২০২৪

সালমানের গায়ে হলুদ ছোঁয়া, ফুটবে কি বিয়ের ফুল!

ছবি : সংগৃহীত

গায়েহলুদের অনুষ্ঠানে কালো পাঠান কুর্তা আর ঢোলা পাজামা পরেই এসেছিলেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান। তিনি যখন বেরিয়ে আসেন দেখা যায় তার গায়েও হলুদের ছোপ। এমনকি কালো কুর্তা কখন যেন বদলেও ফেলেছেন! ভক্তেরা লিখতে শুরু করেছেন, এভাবে গায়ে হলুদ মেখে বেরিয়েছেন, এবার যদি সত্যিই সালমানের একটা হিল্লে হয়ে যায়!

‘ম্যারাথন’ বিবাহের সাক্ষী থাকছে গোটা ভারত। চলতি বছর মার্চ মাস থেকে শুরু হয়েছে মুকেশ অম্বানী-নীতা অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠান। বিদেশী নামী-দামি তারকারা একের পর এক অনু্ষ্ঠানে নাচ-গান করছেন। দেশী শিল্পীরাও বাদ যাননি। অবশেষে সে মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে। 

আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধছেন অনন্ত অম্বানী ও তার ছোটবেলার বন্ধু রাধিকা মার্চেন্ট। ৮ জুলাই হয়ে গেল তাদের গায়েহলুদের অনুষ্ঠান। সে অনুষ্ঠানেও দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাকে। কিন্তু সব থেকে বেশি নজর পড়ল যার উপর, তিনি বলিউডের ভাইজান সালমান খান।

স্বভাবসুলভ ভঙ্গিতে গায়েহলুদের অনুষ্ঠানে কালো পাঠান কুর্তা আর ঢোলা পাজামা পরেই এসেছিলেন ‘সিকন্দর’ সলমন। সে সময় তার ছবিও তোলেন উপস্থিত চিত্রসাংবাদিকেরা। ভিতরে অবশ্য তাদের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু ভাইজান যখন বেরিয়ে আসেন, দেখা যায় একেবারে হলুদে মাখামাখি তিনি। এমনকি তার কালো কুর্তা কখন বদলেও ফেলেছেন তিনি ভিতরে! হলুদ কুর্তা পরে নিজের সাদা গাড়িতে চড়ে ফিরে যান তিনি।

কিন্তু এটুকুই তো সব নয়। সালমানের গায়ে হলুদের ছোঁয়া বলে কথা। বলিউডের সব থেকে উপযুক্ত অব্যূঢ় নায়কের গায়ে বিয়ের হলুদের ছোঁয়া পড়তেই হইহই শুরু হয়েছে নেটিজনদের মধ্যে। এক সংবাদমাধ্যমের তরফে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে সালমানের হলুদ মেখে বেরিয়ে যাওয়ার ভিডিও। সে পোস্টেই ভক্তেরা লিখতে শুরু করেছেন, এভাবে গায়ে হলুদ মেখে বেরিয়েছেন, এ বার যদি সত্যিই সালমানের একটা হিল্লে হয়ে যায়!

তবে শুধু সালমান নন, রণবীর সিংহকেও প্রায় একই রকম পোশাকে হলুদে মাখামাখি অবস্থায় বেরুতে দেখা যায়। রণবীর আসার সময়েই হলুদ কুর্তা পরেই এসেছিলেন। ভিতরে অবশ্য তিনিও বদলে ফেলেন পোশাক। রণবীরের মুখে, চুলেও হলুদ লেগেছিল। হলুদ মাখামাখি অবস্থায় দেখা যায় অনন্তর কাকা অনিল অম্বানী ও তাঁর স্ত্রী টিনা অম্বানীকেও। ছিলেন সারা আলি খান, জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডের মতো অভিনেত্রীরাও।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়