Apan Desh | আপন দেশ

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২১ মে ২০২৪

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

ছবি : সংগৃহীত

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বলিউ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বিচারকের আসনে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সে অনুষ্ঠানে মঞ্চে দর্শকের সামনে হঠাৎ প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিলেন শাহরুখ।

ঘটনাটি ঘটে ২০০০ সালের সৌন্দর্য প্রতিযোগিতায়। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেছিলেন শাহরুখ। সেখানেই উঠে আসে বিয়ের প্রসঙ্গ।

কৌতুক মিশ্রিত কণ্ঠে শাহরুখ জানান, তিনি নিজেও চাপে রয়েছেন। সৌন্দর্যের প্রতি দুর্বলতা রয়েছে তার। এর পরে তিনি প্রশ্ন করেন, কাকে বিয়ে করবেন প্রিয়াঙ্কা চোপড়া?

আরও পড়ুন <> বাগদান সেরেছেন আনুশকা, পাত্র কে?

তিনজনের নাম উপস্থাপন করেন শাহরুখ খান। মোহাম্মদ আজহারউদ্দিনের মতো খেলোয়াড়, যিনি সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করছেন এবং যার জন্য গর্ববোধ করবেন তিনি। অথবা, কোনো ধনী ব্যবসায়ী, যিনি বহুমূল্য অলঙ্কারে সাজিয়ে তুলবেন প্রিয়াঙ্কাকে। নয়তো শাহরুখের মতো একজন বলিউড তারকা, যিনি এ ধরনের কল্পনাভিত্তিক কঠিন প্রশ্ন করবেন।

প্রশ্নের জবাবে খেলোয়াড়কে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, বাড়ি ফিরে আমার স্বামীকে যেন বলতে পারি, তার জন্য সারা দেশ গর্বিত। নিজের সেরাটা দিতে পেরেছেন তিনি। তাকে নিয়ে মুগ্ধ আমি।

সে সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন অভিনেত্রী। একটি তামিল সিনেমা করার পরে ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় তার। ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়