Apan Desh | আপন দেশ

পরিণীতি অন্তঃসত্ত্বা নিয়ে যা বলল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২৯ মার্চ ২০২৪

পরিণীতি অন্তঃসত্ত্বা নিয়ে যা বলল

ফাইল ছবি

পরিণীতি চোপড়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'চমকিলা'। কিছুদিন পরেই শুভমুক্তি। সে ছবির প্রচারে তুমুল ব্যস্ত নায়িকা। তাকে বৃহস্পতিবার মুম্বাইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। তাতেই ধরা। ছবি এবং ভিডিওগুলো ভাইরাল। নেটিজেনদের অনুমান অভিনেত্রী সন্তানসম্ভবা।

আর তার পরই সমস্ত গুজবে পানি ঢেলে দিয়ে এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে পরিণীতি চোপড়া তার প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি হাসির একটি ইমোজিসহ লেখেন— 'কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।' 

তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী।

কিছু দিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব চাড্ডা জানিয়েছেন, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। সে এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে। প্রচুর কাজ এবং ব্যক্তি কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কিনা বোঝা যায় না।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়