Apan Desh | আপন দেশ

সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করলে স্বচ্ছতা থাকবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২১, ২৯ জানুয়ারি ২০২৬

সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করলে স্বচ্ছতা থাকবে : সিইসি

ছবি : আপন দেশ

সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে তাতে স্বচ্ছতা থাকবে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন।’

বৈঠকে সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাস দেয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

আরও পড়ুন : জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবে কি না তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিকরা নেতারা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়