Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ১৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অবৈধভাবে’ দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ থেকে বাতিল করেছে ডাকসু। বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেয়ার বিষয়টি ছিল অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে এটি প্রদান করা হয়েছিল। আজকের সভায় সে রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টায় ডাকসুর কনফারেন্স রুমে দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি, সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু একটি ঐতিহাসিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান। কোনো ব্যক্তি বা সরকারপ্রধানকে তোষণমূলকভাবে আজীবন সদস্যপদ দেয়া গঠনতন্ত্রবিরোধী। ডাকসুর মর্যাদা ও নৈতিক অবস্থান রক্ষার স্বার্থে রেজুলেশনটি বাতিল করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়