
ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ ধুলোবালি-বায়ুদূষণের কারণে ভোগান্তিতে ছিলেন। এ সমস্যা কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও তার আশেপাশে পানি ছিটিয়ে ধুলো নিবারণ করেছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা নিজ উদ্যোগে রাস্তায় পানি ছিটিয়ে ধুলোবালি নিয়ন্ত্রণ করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে প্রায় ৩০ মিটার এলাকা জুড়ে পানি ছিটিয়ে ধুলা নিবারণ করেন।
শাখা ছাত্রদলের কর্মী ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রিফাত হোসেনের উদ্যোগে এতে অংশ নেন আইন বিভাগের নয়ন হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম অপু, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. সাইফুল্লাহ ও শাহাজালাল সিয়াম প্রমুখ।
আরও পড়ুন>>>জুলাই বিপ্লবের শহীদকন্যা ধর্ষণ: ৩ কিশোরের ১০ বছর জেল
উপস্থিত এক ভ্যানচালক মজিবর রহমান বলেন, এখানে এত ধুলোবালি যে শিক্ষার্থী বা পথচারী কেউ দাঁড়াতে পারে না। ছাত্রদলের একটা ছেলে পানি ছিটিয়ে ধুলা কমাইছে। যে এ কাজটি করেছে, তিনি অবশ্যই ভালো কাজ করছে। এ কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা দরকার ছিল। আমরা যারা ভ্যান চালাই তাদের খুব সমস্যা হতো, ভ্যান ময়লা হয়ে যেত। ছেলেপেলেদের কাপড় নষ্ট হতো। এ উদ্যোগটি হাতে নেয়ার জন্য আমি মন থেকে তার দোয়া করি।
জানতে চাইলে রিফাত হোসেন বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের জন্য কাজ করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও পথচারী চলাচল করেন। ধুলোবালির কারণে অনেকেরই শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা যায়। ছুটির দিনে বাসা থেকে পরিষ্কার কাপড় পরে বের হয়ে কোথাও যেতে নিলে তা নোংরা হয়ে যায়। অতিরিক্ত ধুলাবালির কারণে অনেকের হাত, মুখ, চুল ও পোশাক ধুলার আস্তরণে ঢেকে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ভোগান্তি তো বর্ণনাতীত। রাস্তাটি সংস্কারের আবেদন দেয়া হলেও এখনো কাজ শুরু হয়নি। তাই ভাবলাম যদি রাস্তায় পানি দেয়া হয় তাহলে কিছুটা হলেও আমার শিক্ষার্থী ভাইবোন ও সাধারণ মানুষ উপকৃত হবে।
এসময় মেইন গেট ছাড়াও গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে প্রতিদিন অন্তত দুই বেলা পানি ছিটানোর ব্যবস্থা করার দাবি জানান ছাত্রদলের এ কর্মী।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।