
ছবি: আপন দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে হত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে পবিপ্রবির টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন—“বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই”, “খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই”, “জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”, “ছাত্রদলের রক্ত বৃথা যেতে দিব না”, “জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে?”।
আরও পড়ুন>>>জোবায়েদ হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেফতার
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ রাতুল। তিনি বলেন, একটার পর একটা আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, কিন্তু কোনো বিচার নেই। পারভেজ, সাম্য হত্যার বিচার আজও পাইনি। ছাত্রদলের রক্ত এত সস্তা না—আমরা ইন্টারিম সরকারের কাছে জুবায়েদের হত্যার দ্রুত বিচার দাবি করছি।
পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জানি বলেন, আমরা কি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে শিক্ষার্থীদের লাশ পড়বে আর রাষ্ট্র নীরব থাকবে? আজ যদি এইহত্যার বিচার না হয়, তবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস থেকে আমরা আন্দোলনে ঝাঁপাবো। ইন্টারিম সরকারকে বলতে চাই—আর কোনো ছাত্রদল কর্মী বা সাধারণ শিক্ষার্থীর রক্ত ঝরতে দিব না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ। বক্তারা জানান, অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।