Apan Desh | আপন দেশ

৭২ ব্যাচের নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৫০, ১১ অক্টোবর ২০২৫

৭২ ব্যাচের নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান 

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২ ব্যাচের (২০২৪-২৫ সেশন) সেন্ট্রাল নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি আসন্ন রাকসু নির্বাচনের কার্যনির্বাহী সদস্য প্রার্থী।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।

এসময় তিনি বলেন, আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় লিফলেট ছড়িয়ে ছিটিয়ে আছে। সোমবার (১৩ অক্টোবর) ৭২ ব্যাচের সেন্ট্রাল নবীনবরণ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। এ পরিচ্ছন্নতা অভিযান শুধু যে নির্বাচন উপলক্ষে তাই নয়, এইটা একটা প্রতীকি পরিচ্ছন্নতা অভিযান। 

তিনি আরো বলেন, আমরা নির্বাচন পরবর্তী সময়েও ক্যাম্পাসে যে কোন স্বচ্ছতায় এনার্জিটিক থাকবো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় যত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন আছে সবাইকে বিনীত অনুরোধ করবো নির্বাচনের পরের দিন থেকেও যেন আমরা এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান করতে পারি। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে পরিচিত। আগামীতেও আমাদের সে ধারা অব্যাহত থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়