
ছবি: আপন দেশ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে প্রতিবারের ন্যায় এ বছরও ‘লেখা প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক ও সমসাময়িক ইস্যু নিয়ে লেখা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ও লেখক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরওপড়ুন<<>>জবি ছাত্রদল নেতার উদ্যোগে ফল-পিঠা উৎসব
অনুষ্ঠানে বক্তারা বলেন, কলমই সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। লেখার মাধ্যমে শুধু চিন্তার প্রকাশই নয়, সামাজিক দায়বদ্ধতাও বহন করা যায়। তরুণ প্রজন্মের লেখালেখির আগ্রহ ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
সংগঠনটির সভাপতি রুহুল আমিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখা সর্বদা সৃজনশীলতা ও চিন্তার বিকাশে কাজ করে আসছে। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এ স্লোগানকে সামনে রেখে কাজ করছে। আমাদের এ লেখা প্রদর্শনীর উদ্দেশ্য হলো- তরুণদের লেখনীর ভেতরে থাকা সৃজনশীল দিকগুলোকে সামনে নিয়ে আসা এবং পাঠকের কাছে পৌঁছে দেয়া। লেখার মাধ্যমেই সমাজে ইতিবাচক চিন্তা, সচেতনতা ও পরিবর্তন আনা সম্ভব। এ প্রদর্শনী সে প্রচেষ্টারই প্রতিফলন।
এ সময় লেখা প্রদর্শনীটি সৃজনশীল লেখালেখির চর্চাকে এগিয়ে নেয়ার পাশাপাশি তরুণ লেখকদের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।