Apan Desh | আপন দেশ

ইবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের শেষ দিনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক, নোটপ্যাড ও বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

সভাপতির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,  বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা ও জ্ঞানের সর্বোচ্চ স্তর। এখানে প্রবেশ মানে মানবজীবনের এক বিশেষ গৌরব ও দায়িত্বের সূচনা। শিক্ষার্থীরা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়নি, বরং জ্ঞানের উচ্চতর পরিসরে প্রবেশ করছেন। যা তাদেরকে বিশ্বপরিসরে জ্ঞান ছড়িয়ে দেয়ার সুযোগ করে দেয়। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের জন্য বই আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো নির্দিষ্ট বই তৈরি করা হয়নি। এখানে সাধারণত শিক্ষকরা বই রেকমেন্ড করেন, সঙ্গে গবেষণামূলক জার্নালের কথাও বলেন। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দেখবে, এ সিলেবাস তোমাদের সংযোগ করবে চিন্তা করার, গবেষণা করার।

আরওপড়ুন<<>>কর্মবিরতি উপেক্ষা করে গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক

তিনি আরও বলেন, তোমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বলছি- তোমরা কোনো সময় নষ্ট করবে না। তুমি যতটুকু পরিশ্রম করবে, ততোটাই সফল হবে। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরে তুমি নিজেকে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হবে। তুমি স্বাস্থ্য সেবা ও জনকল্যাণমূলক কাজ করবে, অতএব তোমাদের প্রস্তুত হতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকরা প্রতিজ্ঞাবদ্ধ তোমাদেরকে কোয়ালিটি প্রোভাইড করতে। আমরা চাই, আগামীর বিশ্বে তোমরা শিক্ষিত মানুষ হবে, সমাজকে দিতে হলে নিজেকে তৈরি করতে হবে। এ তৈরি করার সকল সম্ভাব্য ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বাংলা, আরবি ও ইংরেজি—তিন ভাষায় বিশ্ববিদ্যালয়ের নাম উৎকীর্ণ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনুকরণীয় পদক্ষেপ। বক্তৃতার মূল অংশে তিনি বর্তমান উচ্চশিক্ষার সংকট ও সীমাবদ্ধতার ওপর আলোকপাত করেন। তার অভিমত, বিশ্ববিদ্যালয় শিক্ষা আজ চরম সীমাবদ্ধতায় আবদ্ধ এবং এর মুক্তির উপায় নিহিত রয়েছে জ্ঞানের ব্যাপক প্রসার ও মুক্ত প্রবাহ নিশ্চিতকরণে। তিনি প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস ও অ্যারিস্টটলসহ বিভিন্ন শাসনতান্ত্রিক চিন্তাধারার বিশদ আলোচনা করেন এবং শাসনব্যবস্থার শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, শাসনব্যবস্থার পতন বা অবক্ষয়ের মূল কারণ হলো- শাসক শ্রেণির আত্মভ্রম—যখন তারা মনে করে তাদের প্রতিটি কর্মকাণ্ডই নিঃসন্দেহে সঠিক, অন্য মত ও চর্চা সবই ভুল। জুলাই-সংশ্লিষ্ট পূর্ববর্তী শাসনব্যবস্থা উল্লেখ করে ড. সলিমুল্লাহ খান বলেন, সবই তার বাবা করেছেন—এমন আত্মম্ভরিতা একজন নিকৃষ্টতম অসহিষ্ণু শাসকের দিকে ঠেলে দিয়েছিল। প্রকৃত জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অর্জিত জ্ঞানকে শুধু তাত্ত্বিক বা আনুষ্ঠানিক জ্ঞান হিসেবে নয়, বরং আত্মজীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বাকি পাঁচটি অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত ৪ রাজনীতিবিদ নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ-অর্থপাচারের ২৩ বস্তা আলামত উদ্ধার আর্থিক খাতে স্বচ্ছতায় বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের গাজা দখলের যুদ্ধে আরও ৯১ ফিলিস্তিনির প্রাণহানি রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের