Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি গণহত্যা, নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৯:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি গণহত্যা, নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়াল

ছবি: সংগৃহীত

২৩ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের গণহত্যামূলক হামলার শিকার হচ্ছে অবরুদ্ধ গাজার অধিবাসীরা। খাদ্য সরবরাহে দখলদার বাহিনীর বাঁধায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। ফলে অপুষ্টি আর অনাহারে মারা যাচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খবর আনাদোলুর। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৮টি মৃতদেহ, যার মধ্যে দুটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও ২০০ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৯ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আরও পড়ুন<<>>নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ১৪ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। এতে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৯ জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১ জনে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুই ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। তাদের মধ্যে একটি শিশু। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জনে, যার মধ্যে ১৪৩টি শিশু।

মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজাকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্ভিক্ষ অঞ্চল’ হিসেবে ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮টি শিশু রয়েছে। 

গত ২ মার্চ থকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যার ফলে উপত্যকাটির ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করার পর অন্তত ১২ হাজার ২০৬ ফিলিস্তিনি নিহত এবং ৫২ হাজার ১৮ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 

এছাড়া গাজায় যুদ্ধের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়